1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
করোনার মধ্যেও কুমিল্লা নগরীর চলছে কোচিং বাণিজ্য: ম্যাজিস্ট্রেটের অভিযান !
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি কুমিল্লার ৯টি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা বিপিএলের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ল নোয়াখালি  কুমিল্লার সদর দক্ষিণে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু ! লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন পুত্র সন্তানের বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রথমবার ওয়ানডেতে ডাক পেলেন কুমিল্লার ছেলে মাহিদুল ইসলাম অঙ্কন বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার 

করোনার মধ্যেও কুমিল্লা নগরীর চলছে কোচিং বাণিজ্য: ম্যাজিস্ট্রেটের অভিযান !

  • প্রকাশ কালঃ বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৯৫১

অনলাইন ডেস্ক:

সরকারি নির্দেশনা উপেক্ষা করে করোনার মধ্যে কোচিং সেন্টার পরিচালনা করছে ভিক্টোরিয়া কোচিং সেন্টার । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে মগবাড়ি চৌমুহনীতে অবস্থিত কোচিং সেন্টারটি সিলগালা করা হয় । এছাড়া ভবন মালিককে ৩ হাজার টাকা ও পাঁচজন অভিভাবককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লায় থানার ওসি, চেয়ারম্যান, চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৫৮ জন, মৃত্যু ২

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়েছে সদর দক্ষিণ ও মনোহরগঞ্চে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে । এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে । মঙ্গলবার নতুনকরে সিটিসহ ৭ উপজেলায় আরও ৫৮ জন আক্রান্ত । এর মধ্যে সিটি করপোরেশন- ২৯, বরুড়া- ৯, মনোহরগঞ্জ- ২, দাউদকান্দি- ৪,,তিতাস- ৫,বুড়িচং- ৬ চৌদ্দগ্রাম- ২ নাঙ্গলকোট- ১, আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার৫শ ১৪ জন ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ১৮ জন জন এর মধ্যে নাঙ্গলকোট- ৭, বুড়িচং- ৬, চৌদ্দগ্রাম- ২, বরুড়া- ২, তিতাস- ১। মোট সুস্থ হয়েছে ২ শ ৫৮জন ।

সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭শ ৩২ জন, ফলাফল এসেছে ১০ হাজার ৭শ ২ জনের। মঙ্গলবার (৯ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

দাউদকান্দিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ ৪ জন করোনায় আক্রান্ত।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ নতুন করে আজ আরো পাঁচ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত এ উপজেলায় ৩৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে ও হোম আইসোলেশন থেকে ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।
ডা. সরফরাজ হোসেন খান আরও জানান, তিতাস থানার ওসি তার বাসায় আইসোলেশনে আছেন, তার শারিরীক অবস্থা ভালো।

বরুড়া ৯ জনের মধ্যে: ১। জুনাব আলী- আগানগর, ২। মেহেরুন্নেছা- লগ্নসার, ৩। মোকলেছুর রহমান- দেওড়া, ৪। দিলিপ কুমার বনিক- গহিনখালি, ৫।রাবেয়া খন্দকার- দেওড়া, ৬। হারুন অর রশিদ- বরুড়া, ৭। সৈয়দ রেজাউল হক- ভবানীপুর, ৮। ফয়সাল মাহমুদ- ডাঃ সরকারি হাসপাতাল, ৯। আ ন ম জাকারিয়া- হেডক্লার্ক- বরুড়া হাসপাতাল।

নাঙ্গলকোটে দৌলখাঁড় ইউপির কান্দাল গ্রামের ১২ বছরের এক শিশু।

বুড়িচংয়ে সনাক্ত হয়েছেন : ১,হাজী মোস্তফা। গ্রাম, বুড়িচং পূর্ব পাড়া। ২,সোহেল আহমেদ, ইছাপুরা।৩,মো: রউফ খান, গ্রাম,শংকুচাইল। ৪,লিয়াকত আলী। গ্রাম, জিয়াপুর।৫,জয়নাল আবেদীন।গ্রাম,পাইকপারা।৬,ইউনুস মিয়া, নিমসার।

উপজেলার সর্বমোট আক্রান্ত সংখ্যা:
সিটিতে ২৫৮ ,দেবিদ্বার ১৯২ জন, মুরাদনগরে ১৬২ জন, লাকসামে ১০২ জন, বুড়িচং ১০৬ জন, চৌদ্দগ্রামে ৯৯ জন, কুমিল্লা সদর ৭০ জন, চান্দিনা ১২৯ জন, নাঙ্গলকোটে ৭৪ জন, দাউদকান্দি ৫৬, জন, ব্রাহ্মণপাড়া ৩৩ জন, তিতাস ৩৯ জন, মনোহরগঞ্জে ২৯ , হোমনা ২৬ , সদর দক্ষিন ৩২ জন, লালমাই ১১ জন, বরুড়া ৩৮ জন, মেঘনা ২১ জন ।

এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন মারা গেছেন। এতে করোনায় মোট মৃত্যু হলো ৯৭৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও তিন হাজার ১৭১ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

বরাবরের মতোই ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা চার লাখ নয় হাজার প্রায়। তবে সাড়ে ৩৫ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews