অনলাইন ডেস্ক:
গত ১ ফেব্রুয়ারি ভারতের অন্দ্রপ্রদেশে অনুষ্ঠিতব্য ৩য় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় তিনটি রৌপ্য ও ২টি তা¤্র পদক অর্জন করেছে কুমিল্লার কারাতে প্রতিযোগির। বাংলাদেশ থেকে কোচ এস ইসলাম শুভর নেতৃত্বে একটি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়।
তার মধ্যে কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন থেকে নাজমুল হাসান খন্দকার- ১টি রৌপ্য(কাতা) ও ১টি তাম্র (কুমিতে) অনিক হাসান জয় -রৌপ্য (কুমিতে) ও ফাইজান আহম্মেদ চৌধুরী- রৌপ্য (কুমিতে)ও তা¤্র (কাতা) পদক অর্জন করেন।
পদক প্রাপ্তদের ফুলদিয়ে বরণ করে নেন সংগঠনের সহসভাপতি ফখরুল আরেফিন মামদু, বাবুল মিয়া রানা ওম প্রশিক্ষনরত প্রশিনার্থীরা। কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম জানু এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার শুভেচ্ছা জানান।
Leave a Reply