1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় হিন্দু সম্প্রদায় নারীকে ধ.র্ষণ অতঃপর ভিডিও ভাইরাল ; দেশজুড়ে তোলপাড় সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কোলবালিশের জন্য বিবাহিত-অবিবাহিতদের মাঠের লড়াই তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই কক্সবাজারে মার্কিন বাহিনী নিয়ে সমালোচনা; ফায়ার সার্ভিস জানাল তারা প্রশিক্ষক!  ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহকে  কুমিল্লা মাটিতে পা রাখতে  দেওয়া হবে না! সংবাদ সম্মেলনে বিএনপি নেতার হুঁশিয়ারি!

অবৈধ বালু উত্তোলনে: মনোহরঞ্জে থামছে না প্রভাবশালীদের দৌরাত্ম্য

  • প্রকাশ কালঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৪৫

(শাহাদাত হোসেন ,মনোহরগঞ্জ)

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমি ও নদীর গভীর থেকে প্রতিদিন অসংখ্য পুকুর ভরাট ও ট্রাক দিয়ে বালু উত্তোলন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় শাকতোলায় ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

এতে ওই এলাকায় ২ গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও দৌরাত্ম্য কমছেনা বালু উত্তোলন কারীদের। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাইশগাঁও ইউনিয়নের উদাইশ গ্রামের হানিফ মিয়ার ছেলে মানিক মিয়া, প্রায় এক মাস ধরে শাকতোলা গ্রামের পূর্বপাশে বছির, আবুল কালাম, আলম, নূর ইসলাম এদের ফসলি জমির পাশেই ড্রেজার মেশিন বসিয়ে প্রায় এক মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রতিদিন তারা হাজার হাজার ফুট বালু উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি, বাড়ি-ঘর হুমকির মুখে পড়েছে। এতে আসপাশের ফসলি জমি ভাঙন অব্যাহত রয়েছে।

শাকতোলা গ্রামের কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় গ্রামসহ শত শত বিঘা আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধে গ্রামের কয়েকজন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তাকে স্মারকলিপি দেন। ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে হাওরা সেতুর কয়েক গজ দূরে থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজিয়া ইসলাম বলেন, গ্রামবাসীর অভিযোগ পেয়েছি। আমার প্রতিনিধি পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দিয়েছি, এবং পরবর্তীতে ড্রেজার চালু করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews