অনলাইন ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককের এমপিও সাময়িকভাবে স্থগিত করার পাশাপাশি স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে।
গত রোববারের (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (২৯ সেপেটম্বর) ওই দুই শিক্ষকের নামে জারি করা হয়।অভিযুক্ত দুই শিক্ষক হচ্ছেন, চাঁদপুর জেলার সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন ও কম্পিউটার বিষয়ের প্রভাষক নোমান সিদ্দিকী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগের তদন্ত প্রতিবেদনে ঘটনা প্রমাণের পর চলতি সেপ্টেম্বর মাসের বেতন সাময়িক স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তা চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়।
এর আগে গত জুলাইয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে দায়ের হওয়া মামলায় ওই দুই শিক্ষককে আটক করেছিলো পুলিশ।
গত ৩ সেপ্টেম্বর এই দুই শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি। ওই নির্দেশের পর ঘটনাটি তদন্তের ব্যবস্থা নেয়া হয়। কুমিল্লা অঞ্চলের পরিচালক ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেন। প্রতিবেদনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে অপ্রচারের প্রমাণ মেলে।
Leave a Reply