নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সচিব ও সদস্য ইকবাল সোবহান চৌধুরী, নঈম নিজাম ও সৈয়দ ইশতিয়াক রেজা। উদ্বোধন উপলক্ষে (৭ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা ৬ – আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ্ আলম।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ও প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রেস কাউন্সিলের সদস্য ও গাজী টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখবেন, কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও যুগ্ম আহবায়ক।
অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং পরিচিতি পর্ব।
সব শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন ঘোষণা করা হবে।
Leave a Reply