শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম’র জানাজায় উপস্থিত ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক।।
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম’র জানাজা গত রবিবার বিকালে ব্্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মফিজুল ইসলাম মাস্টার ১৯৭১ সালে তিনি ২নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। বার্ধক্য জনিত রোগে অসুস্থ হয়ে ২৪ ডিসেম্বর কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে গতকাল রবিবার ভোর ৫ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে কর্মজীবন শেষ করেন। তার জানাজায় ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ এলাকার রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়। বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মাস্টার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। তিনি মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

%d bloggers like this: