স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল পেতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে গেল বৃহস্পতিবার ৯টি প্রতিষ্ঠানকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। যেখানে এস কিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস ছিল না। অবশ্য আগেই ধারণা করা হচ্ছিল, ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরে দল পাচ্ছে না এই দুটি প্রতিষ্ঠান।
এবার চূড়ান্ত তালিকা থেকে আরও দুটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে নোয়াখালির ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ দেখিয়েছিল বাংলা মার্ক। তবে প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েছে প্রতিষ্ঠানটি।
খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রি-ও আসন্ন আসরে দল পাচ্ছে না। তবে ঠিক কী কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তা এখনও জানা যায়নি। বিপিএলে গেল কয়েকটি আসরে নিয়মিত মুখ খুলনার এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটির হয়ে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের মতো ক্রিকেটাররা বিপিএলে খেলেছিলেন।
Leave a Reply