শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) এর সবুজায়ন প্রজেক্টের আওতায় বরুড়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের দুই শতাধিক চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গালিমপুর টিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব ও বৃক্ষরোপণে উৎসাহী করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালিমপুর টিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক চন্দন কুমার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর কুমিল্লা জেলা শাখার সহ সভাপতি মাহিন খান, সাংগঠনিক সম্পাদক আরএ রিয়াদ, বরুড়া উপজেলা শাখার চিফ্ ডিরেক্টর শরিফুল আলম রনি, সাধারণ সম্পাদক আঈন উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন

%d bloggers like this: