মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন

(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর রুহের মাগফেরাত কামনায় ৯ শতাধিক জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) জুম্মার নামাজের পর চান্দিনা উপজেলার ৯৩৭টি জামে মসজিদে একযোগে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রয়াত আলী আশরাফের রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বিশ্বব্যাপী করোনা মহামারীর হাত থেকে মুক্তি,সর্বোপরি দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়াতে অংশ গ্রহণ করেন।

এছাড়াও অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণ পুরুষ প্রয়াত অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপির আত্মার চির শান্তি কামনায় চান্দিনা শ্রী শ্রী রাজ কালী বাড়িতে বিশেষ প্রার্থনা করা হয়।

এদিকে প্রয়াত অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র রূহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত শেষে চান্দিনা আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

%d bloggers like this: