অনলাইন ডেস্ক:
জনপ্রিয় গায়ক, মডেল ও অভিনেতা তাহসান খান করোনায় আক্রান্ত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবে নির্মাতা ইমরাউল রাফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন এই খবর ভুয়া ও মিথ্যা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল থেকে শোনা যায় গায়ক-অভিনেতা তাহসান খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর। এমনকি এ বিষয়ে দেশের শীর্ষ অনলাইন পোর্টাল থেকে শুরু করে অনেকগুলো সংবাদ মাধ্যমেই প্রচারিত হয় এ সংবাদ। যেখানে বলা হয়, কয়েকদিন ধরে জ্বর ঠাণ্ডায় ভুগছিলেন তিনি। নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তাহসান। তিনদিন আগে করোনা টেস্ট করান। পরে সেখানে রিপোর্ট পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান।
তবে, এ ব্যাপারে তাহসানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে নির্মাতা ইমরাউল রাফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন এই খবর ভুয়া ও মিথ্যা। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘অদ্ভুত মনগড়া সংবাদ প্রচার করে কি লাভ আমি বুঝিনা। Tahsan Khan ভাইয়ার সাথে গত ৩ মাসের মধ্যে আমার সাক্ষাৎ হয়নি শ্যুটিং এর তো প্রশ্নই আসেনা। কারো সাথে খবরের সত্যতা যাচাই না করে এ ধরনের বানানো নিউজ আমার বা তাহসান ভাইয়ার জন্য খুবই বিব্রতকর। অসংখ্য ফোন কল আসছে বিশেষ করে সাংবাদিক ভাইদের। এই খবর ভূয়া এবং মিথ্যা। আমি খুব দ্রুত এই লিংক এবং অন্যান্য লিংক রিমুভ করার আহবান জানাচ্ছি।’
এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে নিশ্চিত না হওয়ায় এবং ইমরাউল রাফাতের এই স্ট্যাটাসে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাহসানের করোনা আক্রান্ত হওয়া নিয়ে।
Leave a Reply