শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় একাধিক স্থানে দুর্ঘটনা ঘটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সাদেক নামে এক যাত্রী জানান, সকাল ৭টায় চান্দিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। এখন আছি নুরীতলায়। ১০ কিলোমিটার দুরুত্বের এই পথ পাড়ি দিতে আমার সময় লেগেছে ৩ ঘণ্টা।

রিফাত নামে কুমিল্লামুখী আরেক যাত্রী জানান, ভোরে ঢাকা থেকে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছি। ইলিয়টগঞ্জে দেড় ঘণ্টা বাস থেমে আছে। জানি না কখন কুমিল্লায় যেতে পারব।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কুমিল্লা অংশে চান্দিনা পালকি সিনেমা হল এলাকা ও নুরীতলাসহ চারটি স্থানে সড়ক দুর্ঘটনায় হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাক উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। উল্টে পথে অনেক গাড়ি চলে আসায় দুই দিকে যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

%d bloggers like this: