নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুমিল্লা নগরীর শাসনগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিসিএস (কৃষি) এসোসিয়েশন এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান, উপপরিচালক মোঃ মিজানুর রহমানসহ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা কৃষকদের সেবা প্রদান করি। সরকারি নির্দিষ্ট নীতিমালা মেনে কাজ করতে হয়। সরকারি দায়িত্ব পালনের সময় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারী এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেফতার করতে হবে। তা না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply