রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

মাহফুজ নান্টু, কুমিল্লা।।

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানালো কুমিল্লা শিক্ষাবোর্ড।

সকাল সাড়ে ৮ টায় কুমিল্লা বাের্ডের চেয়ারম্যান প্রফেসর মাে:আব্দুস ছালাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানসূচির সূচনা করেন। পরে বোর্ডের আঙ্গিনায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা অর্পণ করা হয়।

এ সময় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ তথা সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। মেহনতি মানুষের মুক্তি ছিলো বঙ্গবন্ধুর লক্ষ্য। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীন হয়, সেই ঘুরে দাঁড়ানোর মুহূর্তে শত্রুর গুলিতে স্বপরিবারে শহীদ হন। এমন কলংকময় ইতিহাস বিশ্বের কোথাও নেই।


আসলে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একই সুতােয় গাঁথা। জাতির পিতার স্বপ্নের সােনার বাংলা বিনির্মাণে তাঁর সুযােগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তার নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। মানুষ এখন ঘরে বসেই রাষ্ট্রীয় সেবা পাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন বাের্ডের সচিব প্রফেসর নূর মােহাম্মদ, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মােঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান, বোর্ডের উপপরিচালক ( হিসাব ও নিরীক্ষা ) মোঃ সানাউল্লাহ। এসময় আরো মঞ্চে উপস্থিত ছিলেন বাের্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মােঃ আজহারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষাবোর্ডের কর্মচারী সমিতির সভাপতি মাে: আবদুল খালেক। এ সময় বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানের পরে চেয়ারম্যান বাের্ডের সকল কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে বাের্ড ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।

শিক্ষাবোর্ড থেকে জানানো হয়, আজ শোক দিবসে বাদ জোহর বাের্ড জামে মসজিদে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

%d bloggers like this: