নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় সফলতার সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেছে টিআই মো: কামাল উদ্দিন । কয়েকদিনের মধ্যে তিনি কুমিল্লা থেকে বদলী হয়ে রংপুর রেঞ্জে যোগদান করবেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তার সাফল্য কামনা করেন ।
এদিকে বিদায় বেলায় টিআই মো: কামাল উদ্দিনকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শুভেচ্ছা জানাচ্ছে ! বৃহস্পতিবার সন্ধ্যায় ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান ইস্টার্ন ইয়াকুব প্লাজা ব্যবসায়ী নেতৃবৃন্দ ।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন জানান, দীর্ঘ ধরে ওনার কর্মকন্ডা আমার কাছে খুব ভাল লেগেছে। অনেক পরিশ্রমী ও চৌকস পুলিশ অফিসার । বিশেষ করে যানজট নিয়ন্ত্রণে কম সংখ্যাক ট্রাফিক পুলিশ দিয়েও কুমিল্লানগর বাসীকে সেবা দিয়ে গেছে । কুমিল্লায় যেভাবে সততার সাথে কাজ করেছে আশা করি নতুন কর্মস্থলে ও সেই ধারা অব্যাহত রাখবে ।
এ বিষয়ে ট্রাফিক ইনচার্জ মো: কামাল উদ্দিন বলেন, কুমিল্লাকে আমি জীবনে কখনও ভুলতে পারবো না, কুমিল্লা মানুষের রক্তের সাথে মিশে গেছি । চাকুরী জীবনে সব থেকে বেশি ভাল সময় কেটেছে এই কুমিল্লার মাটিতে । কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় ট্রাফিকের মত গুরুত্বপূর্ন দায়িত্বে থেকে আমি চেষ্টা করেছি কুমিল্লার মানুষের সেবা করার জন্য । যানজট নিয়ন্ত্রণে হয়তো কুমিল্লাবাসীকে কাঙ্খিত সেবা দিতে পারিনি তবে সর্বোচ্চ চেষ্টা করেছি ।
তিনি আরও বলেন, বদলীর তাৎক্ষণিক সিদ্ধান্ত হওয়ায় অনেক শুভাকাঙ্খী বিশেষ করে সুশীল সমাজ, সাংবাদিক ও পরিচিত ব্যক্তিদের জানাতে পারিনি । কর্মজীবনে কুমিল্লা জেলাপুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ সকলেই আমাকে সহযোগীতা করেছে । তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আমার যদি কোন ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার মাধ্যমে কাজ করে বাংলাদেশ পুলিশের সুনাম যেন আরও বৃদ্ধি করতে পারি । সকলের নিকট দোয়া কামনা করছি।
Leave a Reply