সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা সদর উপজেলার চাঁনপুর মধ্যে পাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে চাঁনপুর মধ্যে পাড়ার রিক্সা চালক আবুল কালামের ৫ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষন চেষ্ঠার অভিযোগে শ্যামল (৪৯) নামে এক আইনজীবি সহকারিকে আটক করেছে পুলিশ।

সকালে মেয়েটি তার অসুস্থ বাবার জন্য দোকান থেকে চা নিয়ে ফিরছিলো। পথে মেয়েটির মুখ চেপে ধরে নির্জনগলিতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে শ্যামল। মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজন এসে শ্যামলকে আটক করে। পরে খবর পেয়ে কোতয়ালী পুলিশ এসে চাঁনপুর মধ্য পাড়ার হাজী তাহের মিয়ার ছেলে শ্যামলকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, শামল এর আগে ৬ বছর আগে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের মামলায় ৯ মাস জেল খেটেছেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষন চেষ্ঠার অভিযোগে শ্যামল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

%d bloggers like this: