সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার হোমনা উপজেলায় নবম শ্রেণির স্কুল ছাত্র জাহিদ হাসানকে অপহরণ করে হত্যার ঘটনায় তিন বন্ধুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ এর বিচারক মিসেস সেলিনা আক্তার এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি মো. খাইরুল ইসলাম (১৮) উপস্থিত থাকলেও অপর দুই আসামি জিহাদ হোসেন (১৯) ও এমদাদ হোসেন (১৭) হাইকোর্ট থেকে জামিনে এসে পলাতক রয়েছেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল নোমান।

তিনি জানান, ২০১৭ সালের ৪ নভেম্বর কুমিল্লার হোমনা উপজেলার সাপলেজী গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে ও দুলালপুরচন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. জাহিদ হাসানকে বাড়ির পাশ থেকে অপরহরণ করে তার তিন বন্ধুু। পরে মুক্তপণ না পেয়ে জাহিদকে হত্যা করে তারা। সে মামলায় গ্রেপ্তাররের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা করে তারা।

জাহিদের বাবা মো. আক্তারুজ্জামান বলেন, হত্যাকারীরা আমার ছেলের বন্ধু। তারা টাকার লোভে আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই রায়ে সন্তুষ্ট নই। আমি তাদের মৃত্যুদণ্ড আশা করেছিলাম।

আরও পড়ুন

%d bloggers like this: