সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

মারুফ আবদুল্লাহ:

কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান হত্যার ঘটনায় পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ জুন) এই আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা মুরাদনগর উপজেলার আসাদপুরের সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), শাহিন মিয়া ২৭ ও সোহাগ মিয়া (২৮)। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। একই রায়ে আসামি আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস দেওয়া হয় সোহেল নামের একজনকে। 

রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল ও বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত আকিমুল হক মধু, আবদুর রহমান ও খালাসপ্রাপ্ত সোহেল উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিকুর রহমানকে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। ওই মামলায় বিচারক এই রায় দিয়েছেন।

আরও পড়ুন

%d bloggers like this: