শনিবার, ২৭ মে ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধের জেরে ইস্রাফিল হোসেন (২৮) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৮মে) দুপুর দেড়টায় কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল হানিফ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, দুপুরে সম্পত্তি বিরোধের জের ধরে ইস্রাফিল ও মুক্তল হোসেনের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মুক্তল হোসেনের ছেলে সজিবের দায়ের কোপে গুরুতর আহত হয় ইস্রাফিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাথায় ধারালো অস্রের আঘাতে মারা যান ইস্রফিল।

ওসি আরও বলেন, ঘটনার পর মূল অভিযুক্ত সজিব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।পরিবারের সবাই হামালার সাথে জড়িত। সজিবের বাবা, মা, তার বোনদের আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

%d bloggers like this: