মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন


মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলায় মুরগি নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ইটের আঘাতে আয়েশা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে। নিহত আয়েশা মোহনপুর গ্রামের মৃত আবুল কাশেম এর মেয়ে এবং মোহনপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগিকে কেন্দ্র করে গত ১৯ জুন রবিবার নিহত কিশোরী আয়েশা ও তার মা পারভীন এর সাথে প্রতিবেশী আজিজ এর বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে আজিজ আয়েশাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারলে আয়েশা গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটে পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে পথে তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার সকালে কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম

শিশুদের মুখে সবুজ হাসি
সেপ্টেম্বর ১৭, ২০২৩,

%d bloggers like this: