1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত ১২ রানে শেষের ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা-গুলি ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি সুমন, সম্পাদক মারুফ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার শিক্ষার্থীদের শ্রদ্ধা ভালোবাসায় অভিভূত শিক্ষক বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি -হাজী জসিম নানা নাটকিয়তার পর উপাধ্যক্ষ নিয়োগ হলো ভিক্টোরিয়া কলেজে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর সাথে ছাত্রলীগ নেতার প্রেম; অতঃপর..

  • প্রকাশ কালঃ রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৭৫

( জাগো কুমিল্লা.কম)
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ইব্রাহীম খলিল নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। সে চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের প্রবাসী এয়াছিনের ঘর থেকে পালানো অবস্থায় তাকে আটক করে বাড়ির মহিলারা। আটককৃত খলিল পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের শরপাতলী গ্রামের আমীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল ইতিপূর্বেও একই ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামে থাকা অবস্থায়ও বেশ কয়েকটি অপকর্মে জড়িয়ে পড়ে।

পরে প্রবাসী এয়াছিনের স্ত্রী আকলিমার সাথে সখ্যতা গড়ে উঠে ইব্রাহীম খলিলের। সখ্যতাকে আরও গভীর করার জন্য লম্পট কৌশলে আকলিমার ২ ছেলেকে প্রাইভেট পড়ানোর নামে তাদের ঘরে নিয়মিত প্রবেশের পথ বের করে। এতে তাদের মধ্যে সখ্যতা বেড়ে শারীরিক সম্পর্কে গড়ায়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় খলিল গৃহবধু আকলিমার ঘরে প্রবেশ করে। পরদিন শুক্রবার সকালে লোকচক্ষুর ভয়ে লম্পট খলিল গৃহবধুর ঘর থেকে বের হওয়ার সাহস করেনি। এসময় বাড়ির পাশ্ববর্তী অন্যান্য মহিলারা বিষয়টি টের পেলে গৃহবধু আকলিমা ইব্রাহিমকে বাইরে থেকে তালাবদ্ধ করে পিতার বাড়ি একই ইউনিয়নের শাকতলা চলে যায়। বেশ কয়েক ঘন্টা পর খলিল ঘরের দরজা ভেঙ্গে বের হওয়ার চেষ্টা করলে বাড়ির মহিলারা তাকে ধরে ঘরের ভুতুরের সাথে বেঁধে রাখে। পরে ছেলের আটকের খবর পেয়ে তার গ্রামের বাড়ি ঢালুয়া ইউনিয়নের শরপাতলী থেকে পিতা-মাতাসহ গ্রামের বেশ কয়েকজন লোক ঘটনাস্থলে আসে। এসময় জিনিদকরার স্থানীয় লোকজন পিতা-মাতার জিম্মায় ও মুচলেকা নিয়ে লম্পট ইব্রাহীম খলিলকে ছেড়ে দেয়।

এ বিষয়ে চিওড়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে চিওড়া মাদ্রাসা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহীম খলিলকে হেনস্থা করার উদ্দেশ্যে জিনিদকরায় আটক করে একটি পক্ষ। পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews