(অমিত মজুমদার, কুুমিল্লা)
কুমিল্লা নগর উদ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র রায়হানের মৃত্যু ঘটনায় নিরাপদ রাইড নিশ্চিতে বিভিন্ন পার্কে ভ্রাম্যমান আদালাতের অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহীর নেতৃত্বে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। । এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী নির্বাহী প্রকৌশলী মো: সোহাগ।

কুমিল্লা নগর উদ্যানে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয় । ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সরবারহ ও ব্যাপক অনিয়ম পাওয়া যায়। তবে রাইড মালিকদের মোবাইল বন্ধ করে আত্মগোপনে থাকায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি । এছাড়া কোন প্রকার মিটার ব্যাতিত বিদ্যুৎ খুটি থেকে সরাসরি লাইন টানার অভিযোগ বিদ্যুৎ সরাবারহ বন্ধ করা হয়েছে। এ সময় আলামত হিসেবে অবৈধ তার ও বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহীর জানান, কুমিল্লা নগর উদ্যানে রাইড মালিকের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এখানের প্রতিটি রাইড অনিরাপদ। এটাকে এমন ভাবে নিরাপদ করতে হবে যে, একজন অবুঝ শিশু ইচ্ছে করলেও যেন দুর্ঘটনা না ঘটে।তারা এসব রাইড বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে। বর্তমানে তারা পলাতক। এছাড়া কুমিল্লার ফানটাউনসহ কয়েক পার্কে অভিযান পরিচালনা করেছি । জেলা প্রশাসনের সনদ ছাড়া কেউ রাইড চালাতে পারবে না। আমাদের কথা একটায় কুমিল্লার সকল রাইড নিরাপদ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে । জেলা প্রশাসন এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে।

কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী নির্বাহী প্রকৌশলী মো: সোহাগ, নগর উদ্যানে রাইডে যে ভাবে বিদ্যুৎ সরবারহ করা হয়েছে তা জনসাধারণে জন্য খুবই ঝুঁকিপূর্ণ। লাইন গুলো খোলা আকাশের নিচে থাকার কারণে এগুলো নিরাপদ নয়।
উল্লেখ্য কুমিল্লা নগর পার্কে নাগর দোলা নৌকা রাইডসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানের মৃত্যু কুমিল্লায় আলোচনার ঝড় তুলেছে। নিহত রায়হান কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ড ছোটরা এলাকার বাবুল মিয়ার পুত্র। এ বছর লালমাই ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেনা। নিহত রায়হানের পরিারে চলছে শোকের মাতম। আদরের ধন ছেলেকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। এ অবস্থায় রবিবার দুপুরে নগর পার্কে স্থাপিত ঘাতক রাইডস নাগর দোলাটি ( নৌকা ) পরিদর্শন করেছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবু সালাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মামুৃনুর রশিদ ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত মোঃ সালাহউদ্দিন।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় নিহত রায়হানের পিতা বাবুল মিয়া বাদী হয়ে রাইডসের ২ অপারেটর কুমিল্লা সিটি কর্পোরেশনের পিয়ন আবুল কাশেম ও শরিফকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। রাইডসটির মুল মালিকের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
রাইডসটি পরিদর্শন কালে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবু সালাম মিয়া জানান, অবহেলা জনিত কারণে মৃত্যু হওয়ায় ৩০৪ এর ক ৩৪ ধারায় হত্যা মামলা গ্রহন হরা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হচ্ছে, এছাড়াও পরিদর্শন কালে রাইডসটিতে ব্যাবহৃত বিদ্যুতের সংযোগে ক্রটিপূর্ণ পাওয়া গেছে এমনটি জানিয়েছেন তিনি। এ মৃত্যুর ঘটনায় নিরাপত্তা জনিত কারণে পার্কের সকল রাইডস নিরাপত্তা ছারপত্র না পাওয়া পর্জন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ওসি আবুল সালাম মিয়া। কুমিল্লা নগর পার্কের বিপদজ্জনক রাইড না চড়তে শিশু ও নারী পুরুষসহ সকলকে পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে কুমিল্লা সিটি পার্কে নাগরদৌলা (নৌকা) রাইডস চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত রায়হানের জানাযার নামাজ রবিবার বাদ যোহর ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদস ও এলাকার সাধারণ মানুষ।
Leave a Reply