মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নাঙ্গলকোটে ঝড়ের তান্ডবে ঘরে গাছ পড়ে শিশু সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০ টা  দিকে উপজেলার হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। তিন ঘন্টা তান্ডব শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মৃত ৩ জন হলেন নেজাম উদ্দিন (৩০), সাথী আক্তার (২৫) ও লিজা আক্তার (৪)।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মাহাবুব  জানান, রাত ৯টার দিকে ঝড়ে গাছ ঘরের ওপর পড়লে ওই ঘরে থাকা বাবা, মা ও মেয়ে আহত হন। খবর পেয়ে প্রশাসন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা মারা যান।

রাত দেড়টায় কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা  ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লায় বাতাসের গতিবেগ  কমেছে। ঝড়ের গতিবেগ বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। কুমিল্লায় গত ২৪ ঘন্টায়  ৮৩.২  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘন্টায় ৬৩ কিলোমিটার বেগে ঝড়ের তান্ডব বয়ে গেছে, এই গতিবেগ রেকর্ড করা হয় রাত ১০ টায়।

এদিকে তিন ঘন্টার ঝড়ের তান্ডবে সড়ক মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লায় গুঁড়ি গুড়ি বৃষ্টি সাথে হালকা ঝড়ো হাওয়া বিদ্যমান রয়েছে। তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কুমিল্লা জেলা। বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুটি ভেঙ্গে পড়েছে। গাছ পড়ে তার ছিড়েছে। ধারণা করা হচ্ছে সকালের মধ্যে স্বাভাবিক হবে।

আরও পড়ুন

%d bloggers like this: