সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৮৪২ জনে।

বৃহস্পতিবার  ( ১২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছে।

২৪ ঘণ্টায় কুমিল্লায় ১ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৮ জন, আদর্শ সদরের ৪, সদর দক্ষিণের ৯, বুড়িচংয়ের ৭, ব্রাহ্মণপাড়ার ১৫ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ৮, দাউদকান্দির ৫, লাকসামের ১০, লালমাইয়ের ৪, নাঙ্গলকোটের ১৪,  বরুড়ার ৫২ , মনোহরগঞ্জের ১৫, মুরাদনগরের ৮, মেঘনার ৭ ও তিতাসে ২৩ ও হোমনা ৩১ রয়েছেন।  

নিহত ৯  জনের মধ্যে এর মধ্যে সিটিতে ২ জন, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি, সদর, চৌদ্দগ্রাম, মুরাদনগর, হোমনায় ১ জন করে মারা গেছেন। যার মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী রয়েছে। নিহতদের বয়স ৫৫ থেকে ১১৫ বছরের মধ্যে ।

কুমিল্লায় এ পর্যন্ত সর্বমোট ৩৫  হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন,  কুমিল্লার করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। গত মাসে কুমিল্লা সংক্রমণ হার ৪৫ শতাংশ অতিক্রম করেছিল। আজকের রিপোর্টে   ২২ শতাংশে নেমে এসেছে।  তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন

%d bloggers like this: