বাংলাদেশের দর্শকদের জন্য চমকে যাওয়ার মতোই খবর এটি। ‘পোড়ামন টু’খ্যাত বড়পর্দার দুই নতুন মুখ সিয়াম ও পূজা চেরিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছে বলিউডের অন্যতম নির্মাতা-কোরিওগ্রাফার রেমো ডি সুজা। তার প্রতিষ্ঠানের ব্যানারে ‘জ্বলন’ নামে চলচ্চিত্রটি পরিচালনা করবেন জায়েস প্রধান।
মঙ্গলবার গ্লিটজের কাছে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন ‘পোড়ামন টু’ ছবির প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, “সিয়াম-পূজাকে নিয়ে বলিউড চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছে। শিগগিরই মুম্বাইয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।”
তবে, চলচ্চিত্রটির প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া থাকছে কিনা সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ আজিজ। তিনি বলেন, “ এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছি না। দু’তিনমাস পর এ বিষয়ে বলবো।”
এদিকে, ‘পোড়ামন টু’ চলচ্চিত্রের ব্যাবসায়িক সাফল্যের পর এ জুটিকে নিয়ে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি দহন মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ নভেম্বর।
Leave a Reply