নিজস্ব প্রতিনিধি:
এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক কাটা হয়। এ সময় আহার বাড়ির নিয়মিত কাস্টমার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

দুপুরে এতিম শিশুদের দুপুরে খাবার খাওনো হয়। এ সময় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আহার বাড়ির ওনার ফাহাদ জামিল জানান, ছোট একটি ফুড কোট থেকে আহার বাড়ির পথ চলা শুরু। কুমিল্লাবাসীর ভালবাসায় বর্তমানে আহার বাড়ির দুইটি শাখা রয়েছে। দীর্ঘ পথ চলায় যারা সাথে ছিল তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

আশা করি আগামীতে কুমিল্লাবাসী অতীতের মত পাশে থাকবে। সবাইকে আমন্ত্রণ রইল।
Leave a Reply